থাইল্যান্ডে বাসে আগুন, মিয়ানমারের ২০ শ্রমিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক,থাইল্যান্ডঃ থাইল্যান্ডে একটি দোতলা বাসে আগুন লেগে ২০ শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা সবাই মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে।শুক্রবার সকালের দিকে মিয়ানমার সীমান্তের দিকে থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলের টাকরাজ্যে এ ঘটনা ঘটে।ব্যাংককের কাছে শিল্প এলাকায় অবস্থিত একটি কারখানায় যাওয়ার পথে বাসটিতে আগুন লাগে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। বাসটিতে মিয়ানমারের কর্মীরা ছিলেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।দেশটির পুলিশ লেফটেন্যান্ট রায়েওয়াত আইমটাক বলেন,আগুন থেকে ২৭ জন বাঁচতে পারেন। একজনের অবস্থা গুরুতর। আগুন লাগার কারণ তৎক্ষণাৎ জানা যায়নি।