বৃটেনের স্কুলে স্কার্ট পরতে পারবে ছাত্ররাও
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের বেসরকারি আপিংহ্যাম বোর্ডিং স্কুলে ছাত্রীদের পাশাপাশি ছাত্ররাও চাইলে স্কার্ট পরতে পারবে।স্কুলটির প্রধান শিক্ষক রিচার্ড ম্যালনি বলেছেন,আমরা ছেলে বা মেয়ের বদলে পিউপিলস বলি।অন্য লিঙ্গের মানুষের মতো আচরণ করতে চাইলেও আমাদের সহানুভূতি থাকবে। আশা করি যে কোনো পিউপিল আমার কাছে এসে বলবে,আমরা এরকম,নিজেদের এভাবেই মেলে ধরতে চাই। আমরা এই ধরনের পোশাক পরতে চাই।আপিংহ্যাম স্কুলের প্রাক্তন ছাত্র ব্রিটিশ টেলিভিশন ডিরেক্টর ক্রিশ্চিয়ান জেসেন বলেছেন,তাদের সময়ে স্কার্ট পরার সুযোগ থাকলে তিনি স্কার্টই পরতেন। সব স্কুলেই লিঙ্গ-নিরপেক্ষ পোশাক চালু করা উচিত। ব্রিটেনের অনেক স্কুল লিঙ্গ-নিরপেক্ষ পোশাক চালু করেছে। তবে অনেক স্কুলেই এখনো ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা পোশাক রয়েছে।