বিপ্লব-পরবর্তী প্রজন্মের হাতে কিউবার নেতৃত্ব

আন্তর্জাতিক ডেস্ক,কিউবারঃ কিউবার পরবর্তী নেতা হিসেবে বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর ডান হাত মিগুয়েল ডায়াজ কানেলকে বেছে নিয়েছে দেশটির সংসদ। এর মধ্য দিয়ে দেশটিতে কাস্ত্রো পরিবারের সুদীর্ঘ শাসনামলের অবসান ঘটতে যাচ্ছে।রাহুল কাস্ত্রো ২০০৬ সালে তার ভাই প্রখ্যাত বিপ্লবী ফিদেল কাস্ত্রোর কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন। তবে ক্ষমতা থেকে নামলেও মৃত্যুর আগ পর্যন্ত ফিদেল প্রভাবশালী নেতা হিসেবেই দেশটিতে গণ্য ছিলেন।বুধবার কিউবার জাতীয় সংসদ নতুন নেতা নির্বাচনে ভোট নেয়। আজ বৃহস্পতিবার সেই ফল ঘোষণা করা হবে। তবে রাহুল কাস্ত্রো যে তার অনুগত ডায়াজ কানেলের কাছে ক্ষমতা হস্তান্তর করছেন তা নিশ্চিত।দায়িত্ব গ্রহণের পর থেকে ২০২১ সাল পর্যন্ত কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডায়াজ কানেল।কিউবার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি ঘটতে থাকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে।তবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই সম্পর্কে কিছুটা ভাটা পড়ে।

তথ্য : বিবিসি

Leave a Reply

Developed by: TechLoge

x