আনুষ্ঠানিক ফলেও এগিয়ে মাহাথির

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে জয়ের পথে এগিয়ে যাচ্ছে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন পাকাতান হারাপান জোট।বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে পাওয়া প্রাথমিক ফলাফল অনুযায়ী পাকাতান হারাপান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বাধীন বারিসান ন্যাশনাল জোটের চেয়ে ১৯ আসনে এগিয়ে ছিল।মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন জানিয়েছে, ঘোষিত ১৩৩ আসনের ফলাফলে বারিসান ন্যাশনাল পেয়েছে ৫০ আসন। আর পাকাতান হারাপান পেয়েছে ৬৯ আসন। আর অন্যান্য দল পেয়েছে ১৪ আসন।২২২ আসনের মালয়েশীয় পার্লামেন্টে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১২টি আসন। আর দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮ আসন।

Leave a Reply

Developed by: TechLoge

x