সিরিয়ার সেনা ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে মার্কিন জোট: হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক,সিরিয়ায়ঃ সিরিয়ায় সরকারি বাহিনী দুইটি অবস্থান লক্ষ্য করে মার্কিন নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ।তবে এই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়,ইরাক সীমান্তের কাছকাছি টি-২ এলাকায় এই হামলা চালানো হয় বলে দাবি হিজবুল্লাহর।মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান বলেন,আমাদের কাছে এমন কোনও তথ্য নেই যে জোটের কেউ সরকারি কোনও স্থাপনায় হামলা চালিয়েছে।নাম প্রকাশ না করার শর্তে পেন্টাগনের আরেক মুখপাত্র বলেন,আমাদের কাছেও এমন কোনও তথ্য নেই।সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা থেকেও তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।২০১৪ সালের সেপ্টেম্বরে সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযান শুরুর পর এ পর্যন্ত তাদের হামলায় সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন।নিহতদের মধ্যে কমপক্ষে তিন শতাধিক শিশুও রয়েছে।একই সময়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর হামলায় অন্তত ১০ সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।এছাড়া হামলায় আহত হয়েছেন ৬৪ হাজার মানুষ। বিমান হামলা এবং হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা ব্যারেল বোমার আঘাতে এসব হতাহতের ঘটনা ঘটে।

Leave a Reply

Developed by: TechLoge

x