গর্ভপাত আইন বাতিলের পক্ষে আয়ারল্যান্ডে গণরায়

আন্তর্জাতিক ডেস্ক,আয়ারল্যান্ডঃ গর্ভপাতবিরোধী আইন শিথিলের পক্ষে রায় দিলেন আয়ারল্যান্ডবাসী।শনিবার বার্তা সংস্থা রয়টার্স গণভোটের প্রাথমিক ফল বিশ্লেষণে এমনটাই জানিয়েছে।ইউরোপের সবচেয়ে রক্ষণশীল দেশ আয়ারল্যান্ড। দেশটির সংবিধানের অষ্টম সংশোধনীতে ভ্রূণের অধিকার ও মায়ের অধিকারকে সমান মর্যাদা দান করা হয়।এর মাধ্যমে মায়ের জীবনের ‘প্রকৃত ও যথেষ্ট ঝুঁকিপূর্ণ’ অবস্থায়ও গর্ভপাত নিষিদ্ধ করা হয়।আয়ারল্যান্ডের সংবাদমাধ্যম আইরিশ টাইমস এবং ইপসোস এমআরবিআই যৌথ বুটফেরত জরিপে জানিয়েছে, ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীর দেশটিতে ৬৮ শতাংশ ভোট ‘হ্যা’ অর্থাৎ অষ্টম সংশোধনী বাতিলের পক্ষে রায় দিয়েছে। আর বিপক্ষে ভোট পড়েছে মাত্র ৩২ শতাংশ।স্থানীয় সময় শনিবার সকালে ভোট গণনা শুরু হয়। গর্ভপাতবিরোধী প্রচারণা সংগঠন সেভ দ্য এইটথ জন ম্যাকগুরিক জানিয়েছে, গর্ভপাত নিষেধাজ্ঞা আইন দেশে আর থাকার সুযোগ নেই।দেশটির বহুল প্রচারিত সংবাদপত্র শনিবার তাদের প্রকাশিত সংখ্যায় পুরো পাতাজুড়ে শিরোণাম করেছে ‘হ্যা’।

Leave a Reply

Developed by: TechLoge

x