বেলজিয়ামে বন্দুকধারীর হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক,বেলজিয়ামঃ বেলজিয়ামের পূর্বাঞ্চলের লিজে শহরে বন্দুকধারীর গুলিতে পুলিশের দুই কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে এক পথচারী রয়েছেন।পরে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন ওই বন্দুকধারী। স্থানীয় সময় মঙ্গলবার এ গোলাগুলির ঘটনা ঘটেছে।দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম আরটিবিএফ বলছে, ‘গোলাগুলির এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের উদ্দেশ্য থাকতে পারে।বেলজিয়ামের স্থানীয় দৈনিক লা লিব্রে বেলজিক পুলিশের বরাত দিয়ে বলছে, হামলার সময় বন্দুকধারীকে আল্লাহু আকবার বলে চিৎকার করতে দেখা যায়।হামলাকারীর সন্ত্রাসবাদের উদ্দেশ্য থাকতে পারে বলে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন।লা লিব্রে বেলজিক বলছে, ওই বন্দুকধারী এক নারীকে জিম্মি করে হামলা চালায়। বেলজিয়ামের ন্যাশনাল অ্যান্টি টেরোরিস্ট ক্রাইসিস সেন্টার এ ঘটনা পর্যবেক্ষণ করছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জ্যান জ্যাম্বোন টুইটারে জানিয়েছেন।বেলজা নিউজ অ্যাজেন্সি বলছে, গোলাগুলিতে পুলিশের আরো দুই কর্মকর্তা আহত হয়েছেন। লিজের সরকারি প্রসিকিউটরের কার্যালয়ের এক মুখপাত্র গুলিতে দুই পুলিশ কর্মকর্তার প্রাণহানির তথ্য নিশ্চিত করলেও অন্যদের ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি।

Leave a Reply

Developed by: TechLoge

x