আরএসএসের অনুষ্ঠানে প্রণববাবুর যাওয়া নিয়ে ভারতে প্রবল বিতর্ক
আন্তর্জাতিক ডেস্ক,ভারতঃ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী।ইতিমধ্যে সংঘের পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন তিনি।তবে কট্টর হিন্দুত্ববাদী এ সংগঠনের আমন্ত্রণ গ্রহণ করায় তার রাজনৈতিক সতীর্থরা বেশ হতাশ হয়েছেন।আরএসএসের সমালোচক রূপে পরিচিত প্রণবের এ সিদ্ধান্তে কংগ্রেস নেতা সন্দীপ পাতিল বলেছেন,প্রণব মুখার্জী আগেও সাম্প্রদায়িকতা ও হিংসা প্রসঙ্গে আরএসএসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।তিনি নিজেই বলেছিলেন সংঘের মতো রাষ্ট্র বিরোধী সংগঠন আর একটাও হয় না।তিনি আরো বলেন,হয় প্রণব নিজের চিন্তাধারা বদলে ফেলেছেন।না হলে আরএসএসের আত্মসম্মান নামের কোনো বস্তু নেই।এর আগে,নাগপুরের একটি অনুষ্ঠানে দলীয় কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য প্রণব মুখার্জীকে আমন্ত্রণ জানায় সংঘ। পূর্বে রাষ্ট্রপতি থাকাকালে এ ধরণের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সংঘের পরিচালক ভাগবত আমন্ত্রণপত্র পাঠালেও তা প্রত্যাখ্যান করেন প্রণব মুখার্জী। উল্লেখ্য,গত পাঁচ দশক ধরে প্রণব মুখাৰ্জী কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন।