গুয়েতেমালায় ভয়ঙ্কর অগ্ন্যুৎপাতে নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক,গুয়াতেমালায়ঃ মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় ভয়াবহ অগ্ন্যুৎপাতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন শতাধিক লোক।নিহতের সংখ্যা বাড়তে পারে বলে দেশটির কর্মকর্তারা আশঙ্কা করছেন।গুয়েতেমালার ফুয়েগো আগ্নেয়গিরি রোববার রাতে অগ্ন্যুৎপাত শুরু করে। রাজধানী গুয়েতেমালা সিটি থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ অগ্ন্যুৎপাতে ব্যাপক লাভা উদগিরণ হয় এবং আকাশ কালো ধোঁয়া ও ছাইয়ে আচ্ছন্ন হয়ে পড়ে।জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (কনরেড) জানিয়েছে, লাভার নদী এল রোডেও গ্রামে ঢুকে পড়ে ঘরবাড়ি ও সেখানে বসবাসরত মানুষকে পুড়িয়ে দেয়।আকাশে ছাইয়ের কারণে গুয়েতেমালার সিটির লা অরোরা বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।প্রেসিডেন্ট জিমি মোরালেস জানিয়েছে, এ ঘটনায় জাতীয় জরুরি তৎপরতা চালানো হচ্ছে।তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘কমপক্ষে তিনটি জায়গায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ বয়ে যেতে পারে।স্থানীয় বিশেষজ্ঞরা জানান, ১৯৭৪ সালের পর এটিই গুয়েতেমালায় সবচেয়ে বড় অগ্ন্যুৎপাত।
তথ্য : বিবিসি