উত্তর কোরিয়া এখনও বড় ধরনের হুমকি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক,যুক্তরাষ্ট্রঃ মাত্র কিছুদিন আগেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সে সময় পরমাণু অস্ত্রের বিষয়ে উত্তর কোরিয়াকে নিয়ে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছিলেন তিনি।মাত্র ১০ দিন পরই গতকাল শুক্রবার ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রের বিষয়ে এখনো বিশেষ হুমকি বলে ঘোষণা করলেন।১৩ জুন ট্রাম্প এক টুইট বার্তায় লিখেছিলেন,উত্তর কোরিয়ার আর কোনো পারমাণবিক হুমকি নেই।যুক্তরাষ্ট্রের মানুষ আজ রাতে ভালো করে ঘুমাতে পারবে।দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক মহড়া স্থগিত হওয়ার পরই এই কথা জানানো হলো।আগামী আগস্ট মাস থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া হওয়ার কথা ছিল।কিন্তু এই সপ্তাহের শুরুতেই এই সিদ্ধান্ত স্থগিত করা হয়। আর এর পরই এই ঘোষণা দেন ট্রাম্প।

তাহলে কি উত্তর কোরিয়ার ব্যাপারে সুর বদলাচ্ছেন ট্রাম্প?

২০০৮ সাল থেকেই উত্তর কোরিয়ার ওপর জাতীয় জরুরি অবস্থা বহাল রয়েছে যুক্তরাষ্ট্রের। সেই সময় থেকেই দেশটির প্রেসিডেন্টরা নিয়ম করে উত্তর কোরিয়া সম্পর্কে তাঁদের বিবৃতি পাল্টাচ্ছেন।সঙ্গে পিয়ংইয়ংবিরোধী বক্তব্যও দেন তাঁরা।কোরীয় উপদ্বীপে পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব এবং দেশটির সরকারের নীতিগত কারণে এই জরুরি অবস্থা আরো জোরদার করা হয়েছে বলে গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প জানান।এদিকে, ডেমোক্রেটিক নেতারা বলছেন, হোয়াইট হাউসে ট্রাম্পের ঘোষণা এবং সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার সঙ্গে সম্মেলনের সাফল্য সাংঘর্ষিক।সিনেটের ডেমোক্রেট নেতা চাক শুমার বলেন,এ ধরনের আলোচনাকে শুধু ছবি তোলার বিষয় না ভেবে, আমাদের আরো গুরুত্ব দেওয়া উচিত। উত্তর কোরিয়ার সমস্যা সমাধান হয়েছে বলা হলেও, আসলে তা নয়।সিঙ্গাপুরে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের দুই নেতার বৈঠকে ট্রাম্প প্রথমে কিম জং উনের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চান। অন্যদিকে, উত্তর কোরিয়ার নেতা কিম তাঁর দেশে পারমাণবিক নিরস্ত্রীকরণের কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, পারমাণবিক অস্ত্রের ব্যাপারে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এ অনুমোদন আলোচনার পর্যায়েই থাকবে।তবে, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে ট্রাম্প নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন বলে দাবি করছে উত্তর কোরিয়ার গণমাধ্যম।

Leave a Reply

Developed by: TechLoge

x