এরদোগানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন আজ
আন্তর্জাতিক ডেস্ক,তুরস্কঃ তুরস্কের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আজ রবিবার।একই দিন প্রেসিডেন্ট নির্বাচনেও ভোট দেবেন ভোটাররা।দেশটির স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে।চলবে বিকাল ৫টা পর্যন্ত।মোট আটটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে এই নির্বাচনে।প্রেসিডেন্ট প্রার্থী ছয়জন।তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান এবং কামাল আতাতুর্কের দল সিএইচপির প্রার্থী মুহাররেম ইনজের মধ্যে।জনমত জরিপে প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ান এগিয়ে আছেন।তবে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে প্রতিপক্ষ প্রার্থীর সঙ্গে।এদিকে,পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি (একেপি)।নির্বাচনি ইশতিহারে তুরস্ককে দুনিয়ার শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সামগ্রী রফতানিকারক দেশে পরিণত করার অঙ্গীকার করেছে একেপি।বিশ্ব অর্থনীতিতে তুরস্কের অংশীদারিত্ব আরও বাড়ানোর অঙ্গীকার করেছেন এরদোয়ান।তরুন প্রজন্মের ভোটারদের কাছে তিনি বেশি জনপ্রিয় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।উল্লেখ্য,২০১৯ সালের ৩ নভেম্বর তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।তবে গত এপ্রিলে এক বছরেরও বেশি সময় আগে আগাম নির্বাচনের ঘোষণা দেন এরদোয়ান।
সূত্র : আল জাজিরা