লিবিয়া উপকূলে নৌডুবি, শিশুসহ নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক,লিবিয়াঃ লিবিয়া উপকূলে নৌকা ডুবে শতাধিক অভিবাসী প্রত্যাশীর মৃত্যু হয়েছে।এদের মধ্যে ৩ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার শতাধিক অভিবাসী নিয়ে যাত্রা করা নৌকাটি ডুবে যায়।জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম’র লিবিয়ার মুখপাত্র ক্রিস্টিন পেত্রের এক টুইটার বার্তায় জানিয়েছেন,নৌকা ডুবে শতাধিক মানুষ মারা গেছে।গতকাল শুক্রবারই ইইউ নেতারা অভিবাসী ইস্যুতে একমত হন বলে জানা যায়।তবে কোনো কোনো সংবাদ মাধ্যমে ইইউ নেতাদের মধ্যে অভিবাসী ইস্যুতে মতবিরোধী রয়েছে বলে জানানো হয়।সেদিনই লিবিয়া উপকূলে নৌকা ডোবার ঘটনা ঘটলো।আইওএম জানায়, ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। ক্রিস্টিন পেত্রে জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মী এবং চিকিত্সকরা গেছেন।তারা সর্বাত্মক সহায়তা করছেন। গতকাল প্রায় সাড়ে তিনশ’ অভিবাসী প্রত্যাশীকে লিবিয়া উপকূলে ফিরিয়ে আনে কোস্টগার্ড।-সিএনএন।

Leave a Reply

Developed by: TechLoge

x