মক্কায় আরো ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
ডেইলিইউকেবাংলা নিউজঃ সৌদি আরবে পবিত্র হজ পালন করতে এসে মক্কায় আরো দুই বাংলাদেশি হজযাত্রী নিহত হয়েছেন।গতকাল রোববার এই ঘটনা ঘটে।মক্কায় বাংলাদেশ হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।নিহত বাংলাদেশিরা হলেন খুলনা সদরের আবদুর রাজ্জাক মিয়া (৬২),তাঁর পাসপোর্ট নম্বর বিএম ০৬৮৩৪৪১ এবং গাজীপুর সদর আলী নগরের সালমা খানম (৬৪),তাঁর পাসপোর্ট নম্বর বিই ০৮৩৮২৮১।
চলতি হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে এসে এখন পর্যন্ত মক্কা নগরীতে ১১ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এর মধ্যে একজন নারী ও ১০ জন পুরুষ।স্থানীয় সময় আজ সোমবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৬৭ হাজার ২৭২ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন তিন হাজার ২২৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৬৪ হাজার ৪৬ জন।আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।