সড়ক দুর্ঘটনায় সৌদিতে একই পরিবারের নিহত ৪

ডেইলিইউকেবাংলা নিউজঃ সৌদি আরবে জেদ্দায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক পরিবারের ৪ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা গেছে, তারা জেদ্দা থেকে তায়েফ যাচ্ছিলেন। মক্কা চেকপোস্ট এর আগে নন মুসলিম রোডে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- প্রবাসী মশিউর রহমান (৪৭), তার তিন কন্যা – সায়মা সেলিম (১৬), সিনথিয়া সেলিম (১৪) ও সাবিহা সেলিম (১০)। মশিউর রহমানের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। তাদের বাড়ি চট্টগ্রাম জেলার, সন্দ্বীপে থানার সাঈদ বান্দা গ্রামে।

Leave a Reply

More News from আন্তর্জাতিক

More News

Developed by: TechLoge

x