রোহিঙ্গাদের হত্যাকারীদের বিচার করতে হবে: জাতিসংঘ মহাসচিব
আন্তর্জাতিক ডেস্ক,নিউ ইয়র্কে,জাতিসংঘ মহাসচিবঃ রোহিঙ্গা সমস্যা তৈরির জন্য মিয়ানমারের সমালোচনা করে নিরাপত্তা পরিষদকে সম্মিলিতভাবে এই সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুটেরেস বলেছেন, রোহিঙ্গাদের হত্যার সঙ্গে জড়িতদের বিচার হতেই হবে।বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার পরিস্থিতি নিয়ে একটি বৈঠকে এ আহ্বান জানান তিনি।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুটেরেস বলেন, এই সমস্যা অনাদিকাল চলতে পারে না।তিনি দুঃখ প্রকাশ করে আরো বলেন, জাতিসংঘ সংস্থাগুলোকে মিয়ানমার কাজ করতে দিচ্ছে না।সংশ্লিষ্ট সূত্রে জান গেছে, বৈঠকে বিখ্যাত অভিনেত্রী কেট ব্ল্যানচেট ও বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের বক্তব্য দেয়ার কথা আছে।বৈঠকে জাতিসংঘ মহাসচিব বলেন, রাখাইনে যতক্ষণ পর্যন্ত মিয়ানমার সহায়ক পরিবেশ তৈরি না করছে, সেখানে স্বেচ্ছায় রোহিঙ্গারা ফেরত যাবে না।গত মাসে বাংলাদেশ সফরের বিষয়ে তিনি বলেছেন, সেখানে রোহিঙ্গাদের কাছ থেকে আমি যে ভয়াবহ ঘটনার কথা শুনেছি, সেটি আমি জীবনে ভুলতে পারবো না।