কলকাতায় ফের ভেঙে পড়ল উড়ালসেতু, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা শহরে ‘মাঝেরহাট ব্রিজ’ নামে একটি উড়ালসেতু ভেঙে অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল ৪টায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। জানা যায়,কলকাতার শহরতলি আলীপুর এলাকায় গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগ স্থাপন করেছে মাঝেরহাট ব্রিজটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুটি ভেঙে পড়ার আগে সেতুটির ওপর অনেক যানবাহন ছিল। এ সময় সেতুটির নিচে অনেক যানবাহন চাপা পড়ে।কলকাতার ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) জানায়, এ দুর্ঘটনায় অন্তত ৫ জন মারা গেছে। এছাড়া আরও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, বিকেলে কাজ শেষে ঘরে ফেরা মানুষ এই দুর্ঘটনায় আটকা পড়ে থাকতে পারে। উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, ঘটনাস্থলে ৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। দীর্ঘ উড়াল সেতুটির নিচে অনেক যানবাহন আটকা পড়ে আছে।
এদিকে দার্জিলিং সফরে থাকায় ঘটনাস্থলে উপস্থিত হতে পারেনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে দুর্ঘটনার পর তিনি কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি এবং মন্ত্রী ফিরহাদ হাকিমকে সেখানে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।এক বিবৃতিতে মমতা বলেন, আমরা খুবই চিন্তিত। কেন দুর্ঘটনা হয়েছে সেটি অনুসন্ধান করা হবে। আমরা ঘটনাস্থলে থাকা উদ্ধারকর্মীদের থেকে তথ্য নিচ্ছি। দার্জিলিং থেকে বিকেলে কোন ফ্লাইট নেই তাই আসতে পারিনি। আমাদের প্রধান উদ্দেশ্য হল সেখানে আঁটকে পড়া মানুষদের উদ্ধার করা।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ মার্চ পোস্তা উড়াল ভেঙে বহু হতাহত হয়েছিল। ২ বছর পর আবারও কলকাতায় ফিরে এল সেই ভয়ঙ্কর স্মৃতি।