নওয়াজ শরিফের স্ত্রী লন্ডনে মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক,পাকিস্তানঃ পাকিস্তানের কারারুদ্ধ প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ আর নেই। মঙ্গলবার লন্ডনের একটি হাসপাতালে প্রাক্তন এই ফার্স্টলেডির মৃত্যু হয়েছে।২০১৪ সালে ক্যান্সারে আক্রান্ত কুলসুমকে চিকিৎসার জন্য লন্ডনের হার্লে স্ট্রিট ক্লিনিকে নেওয়া হয়। তখন থেকে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।সোমবার ফুসফুসে সমস্যা দেখা দিলে তার অবস্থার অবনতি। রাতেই তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয় বলে জানিয়েছে জিও টিভি।
নওয়াজ শরিফের ভাই ও পাকিস্তান মুসলিম লিগের (এন) সভাপতি শেহবাজ শরিফ টুইটারে কুলসুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আমার ভাবী ও নওয়াজ শরিফ সাহেবের স্ত্রী আর আমাদের মাঝে নেই।প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে দায়ের করা একটি মামলায় সাজা পাওয়ায় বর্তমানে নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়ম ও জামাতা মুহাম্মদ সফদার কারাগারে আছেন।