যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের প্রভাবে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক,যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্রে হারিকেন ফ্লোরেন্সের আঘাতে এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন অনেকে।নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।ফ্লোরেন্সের আঘাতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজারো বাড়িঘর।প্রচণ্ড বাতাসে উপড়ে পড়েছে গাছপালা এবং সেগুলো অনেক বাড়িঘরের ওপর পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।উইলমিংটনে বাড়ির ওপর গাছ পড়ে এক নারী ও এক শিশু নিহত হয়েছে।এ ছাড়া হারিকেনের প্রভাবে বন্যায় প্লাবিত হয়েছে বহু এলাকা।

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা,দক্ষিণ ক্যারোলিনা ও ভার্জিনিয়ায় এ হারিকেন আঘাত হানে।বর্তমানে হারিকেনটি গ্রীষ্মকালীন ঝড়ে পরিণত হয়েছে।তবে এখনো প্রাণ-সংহারী জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।আবহাওয়া অফিস জানিয়েছে,আগামী কয়েক দিন ঘণ্টায় ৭০ মাইল বেগে বাতাস বয়ে যেতে পারে।হারিকেন ফ্লোরেন্সের আগমন উপলক্ষে ১৭ লাখ লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

তথ্য : বিবিসি

Leave a Reply

Developed by: TechLoge

x