ওবামা-হিলারির নামে ডাকযোগে বিস্ফোরক

আন্তর্জাতিক ডেস্ক,যুক্তরাষ্ট্রঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্তী হিলারি ক্লিনটনের বাড়ির ঠিকানায় পাঠানো এক পার্সেল থেকে  ‘বিস্ফোরক দ্রব্য’ পাওয়া গেছে। মার্কিন কর্মকর্তারা সন্দেহজনক সেই ডিভাইস সরিয়ে নিয়েছে। এছাড়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর ভবনেও সন্দেহজনক বস্তু পাওয়া গেছে।যাকে বিস্ফোরক দ্রব্য বলেই মনে করছেন কর্মকর্তারা।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মার্কিন সিক্রেট সার্ভিস জানায় তারা ওয়েস্‌টচেস্টারে ক্লিনটনের বাড়িতে পাঠানো একটি প্যাকেজ থেকে বিস্ফোরক দ্রব্যটি উদ্ধার করেছে।মঙ্গলবার রাতে সেটি উদ্ধার করা হয়।আর বুধবার সকালে ওয়াশিংটনে ওবামার বাড়ির ঠিকানায় পাঠানো আরেকটি বিস্ফোরক দ্রব্যের সন্ধান পান তারা।

এক বিবৃতিতে তারা জানায়,তারা প্রাত্যাহিক পার্সেল অনুসন্ধান করছিলেন।সেসময় বিস্ফোরক সদৃশ ওই বস্তুর সন্ধান পাওয়া যায়।সেখানেই সেগুলো প্রতিহত করা হয়েছে।হিলারি বা ওবামা কাউকেই প্যাকেজগুলো পাঠানো হয়নি।তবে এই পার্সেল কোথা থেকে পাঠানো হয়েছে তার তদন্ত শুরু করেছে সিক্রেট সার্ভিস।এর আগে সোমবার ধনকুবের জর্জ সোরেসের বাড়িতে এমন প্যাকেজ পাঠানো হয়েছিলো।এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর ভবন টাইম ওয়ার্নারে একটি সন্দেহজনক বস্তু পেয়েছন নিরাপত্তা কর্মীরা।বস্তুটিকে বিস্ফোরক বিবেচনা করে ভবনটি খালি করা হয়েছে।এই ঘটনার নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস।প্রেস সচিব সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে জানান, এমন সন্ত্রাসী কর্মকাণ্ড কোনভাবেই মেনে নেওয়া যায় না।দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

Leave a Reply

Developed by: TechLoge

x