ফ্লোরিডায় ইয়োগা স্টুডিওতে বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক,যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি জনপ্রিয় ইয়োগা স্টুডিওতে বন্দুকধারীর গুলিতে দুই নারী নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে বিবিসি জানিয়েছে।নিহতদের একজন হচ্ছেন ৬১ বছরের ন্যান্সি ভ্যান ভেসেম এবং অপরজন ২১ বছরের মাউরা বিঙ্কলে।পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৩৭ মিনিটে হামলাকারী তালাহাসসির ওই  ইয়োগা স্টুডিওতে প্রবেশ করে এবং গুলি ছোঁড়ে। এরপরই ৪০ বছরের ওই হামলাকারী নিজের বন্দুক দিয়ে গুলি করে আত্মহত্যা করে।তালাহাসসির পুলিশ প্রধান মাইকেল ডিলিও সাংবাদিকদের বলেছেন,এই জঘন্য ঘটনার’ পেছনে কী কারণ থাকতে পারে তা এখনো জানা যায়নি।তিনি জানান,বেশ কয়েকজন বন্দুকের গুলিতে আহত হয়েছেন। অপর একজন পিস্তলের আঘাতে আহত হয়েছেন।ডিলিও বলেন,ভেতরে বেশ কয়েকজন পাল্টা আঘাত হানার চেষ্টা করেছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে। তারা কেবল নিজেদেরই নয় অন্যদেরও রক্ষার চেষ্টা চালিয়েছিল,যা তাদের সাহসিকতার পরিচয় দিচ্ছে।’

Leave a Reply

Developed by: TechLoge

x