ক্যালিফোর্নিয়ার বারে হামলায় পুলিশসহ অন্তত ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক,যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বারে বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছে।নিহতদের মধ্যে রাজ্য পুলিশের সার্জেন্ট শেরিফ রন হেলাসও রয়েছেন।এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন।ওই বন্দুকধারীও মারা গেছেন।তবে কিভাবে সে নিহত হয়েছে তা জানা যায়নি।বিবিসি জানিয়েছে,স্থানীয় সময় বুধবার রাত সোয়া ১১টার দিকে রাজ্যের থাউজেন্ড ওকস এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় কর্মকর্তারা গুলিতে ১২ জন নিহত এবং সন্দেহভাজন হামলাকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।রাজ্য পুলিশ জানিয়েছে,লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৬৫ কিলোমিটার (৪০মাইল) উত্তর-পশ্চিমে বর্ডারলাইন বার গ্রিলে এ হামলা হয়।এ সময় বারটিতে প্রায় দুইশ’ লোক ছিল।তারা কলেজ কান্ট্রি মিউজিক নাইটে যোগ দিয়েছিল।

বন্দুকধারী গুলি করা শুরু করলে অনুষ্ঠানে আসা লোকজন বারের দরজা জানালা ভেঙে বেরিয়ে আসেন।কেউ কেউ টয়লেটের ভেতর আশ্রয় নেন।ভেঞ্চুরা কাউন্টি শেরিফ অফিসের মুখপাত্র এরিক বাসচাও বলেন,ডেপুটি শেরিফ ঘটনাস্থলে পৌঁছার পরও বারের ভেতরে গুলির শব্দ শুনেছেন।তিনি বলেন,শেরিফের অফিস ফোনে হামলার খবর পেয়ে তারসহকারীরা সেখানে ছুটে যান।সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।এদের মধ্যে শেরিফের একজন সার্জেন্ট এবং হামলাকারীও ছিল।

Leave a Reply

More News from আন্তর্জাতিক

More News

Developed by: TechLoge

x