নতুন অস্ত্র উৎপাদন শুরু উত্তর কোরিয়ার
আন্তর্জাতিক ডেস্ক,উত্তর কোরিয়াঃ অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতেই একটি অত্যাধুনিক কৌশলগত অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর এক খবরে এ তথ্য জানানো হয়েছে।তবে খবরে ওই অস্ত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।অস্ত্রটি ঠিক কী ধরণের তাও স্পষ্ট নয়।তবে এর ফলে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা আরো বাড়বে বলে দাবি করেছে পিয়ংইয়ং।চলতি বছরে অস্ত্র পরীক্ষার বিষয়ে এটাই উত্তর কোরিয়ার প্রথম কোন আনুষ্ঠানিক প্রতিবেদন।দেশটির জাতীয় প্রতিরক্ষা একাডেমি প্রাঙ্গণে ওই নতুন অস্ত্রের পরীক্ষা চালানো হয়।তবে কখন এই পরীক্ষা চালানো হয়েছে তা জানানো হয়নি।
এর আগে গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে কোরীয় দ্বীপকে পরমাণু নিরস্ত্রিকরণের বিষয়ে একমত প্রকাশ করেছিলেন কিম জং উন।কিন্তু সে সময় এ বিষয়ে বিস্তারিত কোন পরিকল্পনার কথা জানানো হয়নি।অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন,প্রেসিডেন্ট ট্রাম্প এবং কিম জং উনের মধ্যে হওয়া অঙ্গীকার সফল হবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র।কেসিএনএর খবরে বলা হয়েছে,অত্যাধুনিক অস্ত্রের সফল পরীক্ষা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন কিম।