সালমানই খাশোগিকে হত্যার নির্দেশ দেন: সিআইএ
আন্তর্জাতিক ডেস্ক,সৌদি আরবঃ তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা সৌদি আরবের যুবরাজ ও ‘কার্যত’ শাসক মোহাম্মদ বিন সালমানের আদেশেই হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।শুক্রবার সিআইএ এ তথ্য জানায়।সিআইএর এই তথ্য যুবরাজ খাশোগি হত্যাকাণ্ডে জড়িত নয় সৌদি আরবের এমন দাবির সম্পূর্ণ বিপরীত।
মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট প্রথমে জামাল খাশোগি হত্যায় সিআইএর প্রতিবেদন প্রকাশ করে।পত্রিকাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সিআইএর মূল্যায়নে উচ্চ আস্থা প্রকাশ করেছেন।জামাল খাশোগি হত্যায় মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার স্বপক্ষে এটিই এখন পর্যন্ত সবচেয়ে জোরালো প্রতিবেদন।এর ফলে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন,তা জটিল হয়ে গেল।খাশোগি হত্যায় সৌদি যুবরাজ জড়িতের সিআইএর প্রতিবেদন প্রকাশকালে ওয়াশিংটন পোস্ট ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা আসোসিয়েটেড প্রেস সিআইএ কর্মকর্তাদের নাম প্রকাশ করেনি।ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের ব্যাপারে হোয়াইট হাউস এখনো কোনো মন্তব্য করেনি।বিষয়টি গোয়েন্দা সম্পর্কিত’ জানিয়ে তারা এড়িয়ে গেছে।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থা সিআইএও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি।তথ্য : আল জাজিরা