শিকাগোর হাসপাতালে বন্দুকধারীর হামলা, নিহত চার
আন্তর্জাতিক ডেস্ক,যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি হাসপাতালে গোলাগুলির ঘটনায় এক চিকিৎসক ও হামলাকারীসহ চারজন নিহত হয়েছেন।শিকাগোর মার্সি হাসপাতালে স্থানীয় সময় সোমবার দুপুর ৩টায় এ ঘটনা ঘটে।খবর বিবিসি ও সিএনএনের।শহরটির মেয়র রাহম ইমানুয়েল জানিয়েছেন,নিহতদের মধ্যে এক নারী চিকিৎসক,এক পুলিশ অফিসার ও একজন নার্স ছাড়াও ওই হামলাকারী রয়েছেন।পুলিশ জানিয়েছে,হামলাকারী পুলিশের সঙ্গে গোলাগুলির সময় নিহত হয়েছেন,না আত্মহত্যা করেছেন তা নিশ্চিত নয়।পুলিশ ধারণা করছে, বন্দুকধারীর সঙ্গে নিহত নারী চিকিৎসকের সম্পর্ক ছিল।তাকে লক্ষ্য করেই হামলা চালিয়ে থাকতে পারে ওই বন্দুকধারী।এ ঘটনার কয়েক দিন আগে আগ্নেয়াস্ত্র দিয়ে ঘটানো সহিংসতা নির্মূল করার লক্ষ্যে একটি অনলাইন প্রচারণায় অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা পেশায় জড়িত থাকা ব্যক্তিরা।