বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র নতুন কমিটির পরামর্শ সভা অনুষ্টিত

আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।। ব্রিটেনের প্রবীণতম সামাজিক সংগঠন বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র নব-নির্বাচিত কমিটির প্রথম পরামর্শ সভা পূর্ব লন্ডনের তসলা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

২মে বৃহস্পতিবার  অনুষ্টিত এসভায় সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি মোহাম্মদ  নাজিমুদ্দিন ও সভা  পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।

সভায় পবিত্র রমজান মাসে সমিতির ইফতার মাহফিল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা হয়।এতে অন্যান্যের  মধ্যে উপস্থিত  ছিলেন আলহাজ্ব রউফুল ইসলাম,মুহিবুর রহমান মুহিব,শাহাব উদ্দিন চন্ঝল,আলহাজ্ব বাজিদুর রহমান,হাজী সওয়াফ উদ্দিন,মো: রফিক উদ্দিন, সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম মাসুদ আহমদ,কোষাধ্যক্ষ জইন উদ্দিন পাপলু,আফসার খান সাদেক,শামছুল হক এহিয়া,দিলাল আহমদ,এমরান আহমদ,বদরুল আলম,মিছবা উদ্দিন সানি,সেতু আহমদ,আহমদ মুস্তাক,ফারুক উদ্দিন,আব্দুল হাকিম হাদি,দেলোয়ার হোসেন দিলু,মোজাহিদুল ইসলাম,কামাল হোসেইন,রুহেল আলম,আব্দুস সালাম,মুন্না আহমদ রাজু,জসিম উদ্দিন,সহিদ উদ্দিন অপু,ইফতেখার আহমদ সিপন,শাহজাহান খান,জুবের আহমদ,মাহমুদ আশরাফ দিলু,বেলাল উদ্দিন,আব্দুস সহিদ,মোহাম্মদ বাতিন,খুরশেদ আলম,আলম হোসেন,আব্দুল হান্নান,আতাউর রহমান আবু,সাদেক আহমদ,শামিম উদ্দিন,ময়নুল ইসলাম,জাহাঙ্গীর সিদ্দিক,আবুল কাশেম,সহ আরো অনেকে ।সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী জসিম উদ্দিন।

উল্লেখ্য, ২৯ এপ্রিল সোমবার পূর্ব লন্ডনের এনসাইন ইয়ুথ ক্লাবে  আলহাজ্ব রউফুল ইসলাম, নঈম উদ্দিন রিয়াজ, মুহিবুর রহমান মুহিব, শাহাব উদ্দিন চঞ্চল নির্বাচন কমিশনার হিসেবে  লুৎফুর রহমান ছায়াদকে সভাপতি, আব্দুল আহাদকে সাধারণ সম্পাদক  ও  জইন উদ্দিন পাবলুকে কোষাধ্যক্ষ করে  ৮১ সদস্য বিশিষ্ট ২০১৯-২০২১ সালের  নতুন এ কমিটি ঘোষনা গঠন করা হয়।

Leave a Reply

More News from বিয়ানীবাজার

More News

Developed by: TechLoge

x