বিয়ানীবাজারের পৌর মেয়র লন্ডনে আসছেন

আব্দুল কাদির চৌধুরী মুরাদ।। বিয়ানীবাজারের পৌর মেয়র আব্দুস শুকুর এক সংক্ষিপ্ত সফরে লন্ডনে  আসছেন ।

৩১মে  শুক্রবার ভোরে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি সিলেট এমএজি ওসমানি বিমানবন্দর থেকে লন্ডনের  উদ্দেশ্যে রওয়ানা  দেবেন । তিনি  পরিবারের সাথে পবিত্র ঈদুল ফিতর লন্ডনে উদযাপন করবেন।

জানা যায়, মেয়র আব্দুস শুকুর লন্ডনে  দু’সপ্তাহ  অবস্থান করবেন। পরিবারের সাথে ছুটি কাটানোর পাশাপাশি তিনি লন্ডনে প্রবাসী বাঙ্গালি কমিউনিটির সাথে মতবিনিময়সহ  বিভিন্ন সভা সেমিনারে যোগ দেবেন।

মেয়রের লন্ডনে  অবস্থানকালীন সময়ে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র -১ ছয়ফুল আলম ঝুনু। বৃহস্পতিবার পৌর পরিষদের মাসিক সভায় প্যানেল মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। তিনি আগামী ১৬ জুন দেশে ফেরার কথা রয়েছে ।

Leave a Reply

More News from বিয়ানীবাজার

More News

Developed by: TechLoge

x