হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের সর্ব ইউরোপিয়ান কমিটি অনুমোদন
আহমদ আব্দুল হাই, প্যারিস প্রতিনিধি।। আগামী ছয় মাসের জন্য সর্ব ইউরোপিয়ান হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কার্যকরী সংসদ।
১১ জুন সংগঠনের চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল ও নির্বাহী সচিব মোহাম্মাদ সুহানুর আলী মিরাজ সাক্ষরিত কমিটিতে আহবায়ক করা হয়েছে মোঃ ছালাহ উদ্দিন (স্পেন) কে, কমিটির অন্যান্য সদস্যরা হলেন,যুগ্ম আহবায়ক মোঃআলিম উদ্দিন সুমন (ফ্রান্স),যুগ্ম আহবায়ক আরিফ হোসেন সুমন (সুইডেন)।
যুগ্ম আহবায়ক মোঃইসমাইল হোসাইন রায়হান (স্পেন),যুগ্ম আহবায়ক জুয়েল আহমদ রাজু, (ইতালি),যুগ্ম আহবায়ক কামরুল আলম (বেলজিয়াম),যুগ্ম আহবায়ক মোঃবাবুল আহমেদ (স্পেন),যুগ্ম আহবায়ক আজাদ আহমদ (ফ্রান্স), যুগ্ম আহবায়ক শিপলু আহমদ (পর্তুগাল)।
সদস্য, শাহান আহমেদ চৌধুরী (স্পেন), জাকির হোসেন, (পর্তুগাল) আব্দুল মুকিত,(স্পেন) জইন উদ্দিন।,(বেলজিয়াম), লিমন আহমদ বিজয়,(স্পেন), সাজু আহমদ, (ইতালি) হাবিবুর রহমান, (ফ্রান্স), ফয়েজ আহমদ,(ইতালি), মোস্তফা কামাল মুন্না(পর্তুগাল), আরিফ আহমেদ(স্পেন)।
More News from প্রবাস
-
যুক্তরাজ্যের বিশিষ্ঠ ব্যবসায়ী খালেদ চৌধুরীর ইন্তেকাল : ডেইলিইউকেবাংলা ডটকমের শোক
-
লন্ডনে সালমান শাহ জননী নীলা চৌধুরীর সংবাদ সম্মেলন: পিবিআই রিপোর্ট প্রত্যাখ্যান
-
কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে প্রয়াতদের স্মরন ও দোওয়া মাহ্ফিল
-
কনজারভেটিব ফ্রেন্ডস অফ বাংলাদেশ বার্মিংহাম-মিডল্যান্ডস উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন
-
স্মলহিথ পার্কের শহীদ বেদীতে কনজারভেটিব পার্টির পুষ্পস্তবক অর্পণ