কনজারভেটিব ফ্রেন্ডস অফ বাংলাদেশ বার্মিংহাম-মিডল্যান্ডস উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন
জান্নাতুল চৌধুরী তামান্না, বার্মিংহাম প্রতিনিধি : গত ২২ ফেব্রুয়ারী শনিবার বেলা ১ ঘটিকার স্থানীয় আষ্টনের ব্রডওয়ে একাডেমিতে কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশ ওয়েষ্টমিডল্যান্ড -বার্মিংহাম এর উদ্যোগে মহান ভাষা দিবস ও আন্তর্জার্তিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় ।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ও কনজারভেটিভ দলের স্থানীয় নেতৃবৃন্দের পাশা-পাশি মূলধারার অনেক নেতৃবৃন্দের উপস্থিতিতে শুরু হওয়া অনুষ্টান সভাপতিত্ব করেন বার্মিংহামের এ যাবত প্রথম বাংলাদেশী নারী কাউন্সিলর প্রাথী এবং কনজারভেটিব ফ্রেন্ডস অফ বাংলাদেশ বার্মিংহাম-ওয়েস্ট মিডল্যান্ডস এর চেয়ারম্যান জান্নাতুল চৌধুরী তামান্না এবংঅনুষ্ঠান পরিচালনায় ছিলেন আস্টন ওয়াড কনজারভেটিভ চেয়ারম্যান জাহিদ চৌধুরী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কনজারভেটিভ পার্টির ভাইস চেয়ারম্যান আন্তিয়া মাকায়েন্তি, বিশেষ অতিথি ছিলেন কনজারভেটিভ বার্মিংহাম সিটি কাউন্সিলের কাউন্সিলর ও বার্মিংহাম গ্রুপ লিডার রোবট এলডন !!
প্রধান অতিথি মাকায়ন্তি তার বক্তব্যে মায়ের ভাষার অধিকার রক্ষায় সকল আত্মত্যাগী ভাষা সৈনিকদের প্রতি সমবেদনা জানিয়ে আরো বলেন বার্মিংহাম সিটি কাউন্সিলের বিন কালেকশন সহ রাস্তা-ঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতার অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন ৷ কনজারভেটিব দলের সকল সদস্য এ অব্যবস্থাপনায় বিরুদ্ধ স্বোচ্চার ৷ এ জন্য তিনি সকলের সম্মিলিত ভাবে সহযোগিতা কামনা করেন ৷
কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশ বার্মিংহাম-মিডল্যান্ডস এর সভাপতি জান্নাতুল চৌধুরী তামান্না তার বক্ত্যব্যে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন,রক্তের বিনিময়ে পাওয়া আমাদের ভাষা,আর এ ভাষা দিবস এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৷ কনজারভেটিব ফ্রেন্ডস অফ বাংলাদেশ বাংলাদেশের সাথে সেতু-বন্ধন তৈরী করে বিভিন্ন সময়ে এ সংগঠনের চেয়ারম্যান মাহফুজ আহমেদ,ডেপুটি চেয়ারম্যান আব্দুছ হামিদ এবং ভাইস চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বাংলাদেশে রোহিঙ্গা শিবির পরিদর্শন করে পরবর্তীতে পার্লামেন্ট থেকে ষাট মিলিয়ন পাউন্ড অনুমোধন করিয়ে সাহায্যার্থে প্রেরণ সহ সিলেটে ব্রিটিনের এমপিদের সাথে নিয়ে সুরমা নদী পরিষ্কার অভিযান, বিভিন্ন স্কুলে বাচ্ছাদের সাথে নানান মনোরঞ্জন মূলক কাজ করেন ৷ তিনি আগামীতে দেশ-বিদেশে আরো পরিকল্পনার কথা উল্ল্যেখ করতে গিয়ে বলেন,এই বার্মিংহামে একটি বাংলা স্কুলের কাজ অনেক দূর এগিয়েছে ! খুব শীগ্রই আমাদের কমিউনিটিকে এ সুখবর দিতে পারবেন ৷
অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,সাবেক কাউন্সিলর আব্দুল খালিক,কনজারভেটিব সংসদীয় আসন হলগ্রিনের সেক্রেটারি জিয়া তালুকদার,নবাগত ও অত্যন্ত প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ মাসুমা চৌধুরী রুমি,মিসেস ফাতেমা হামিদ,কনজারভেটিব দলের সদস্য ফাতেমা রহমান সহ আরো অনেক ৷
More News from প্রবাস
-
যুক্তরাজ্যের বিশিষ্ঠ ব্যবসায়ী খালেদ চৌধুরীর ইন্তেকাল : ডেইলিইউকেবাংলা ডটকমের শোক
-
লন্ডনে সালমান শাহ জননী নীলা চৌধুরীর সংবাদ সম্মেলন: পিবিআই রিপোর্ট প্রত্যাখ্যান
-
কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে প্রয়াতদের স্মরন ও দোওয়া মাহ্ফিল
-
স্মলহিথ পার্কের শহীদ বেদীতে কনজারভেটিব পার্টির পুষ্পস্তবক অর্পণ
-
মোকাব্বির খান এমপি’র সাথে জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকে’র মতবিনিময়
-
জাতীয় সম্মেলনে যোগ দিতে দেশে যাচ্ছেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান ছায়াদ
-
রসময় উচ্চ বিদ্যালয় সিলেট এর ৯০ বছর পূর্তি অনুষ্ঠান ২৪-২৫ জানুয়ারি