প্রতিভাধর: একজন আহমেদ সুমন

আহমদ আব্দুল হাই, প্যারিস ব্যুরো চীফ : আহমেদ সুমন,জন্মস্থান নরসিংদী জেলার মনোহরদী থানায় হলেও শৈশব কৈশোর কেটেছে কিশোরগন্জের করিমগন্জ উপজেলায় , ১৯৯৬ সালে কটিয়াদী পাইলট হাই স্কুল  থেকে মাধ্যমিক পাশ করে ঢাকায় চলে আসেন ৷১৯৯৮ সালে সরকারী তিতুমীর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন ৷ ২০০৪ সালে এশিয়ান ইউনিভার্সিটি থেকে বি বি এ পাশ করে চাকরী জীবনে প্রবেশ করেন স্বনামধন্য আবাসন কোম্পানী ওরিয়েন্টাল রিয়েল এস্টেটে ৷ ২০০৯ সালে উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমান  সুদূর বিলেতে ৷ লন্ডনের ট্রিনিটি কলেজ থেকে পোস্ট গ্র্যাজোয়েশান কমপ্লিট করে চলে আসেন শিল্প সাহিত্যের নগরী প্যারিসে ৷ভাষা শিক্ষা প্রতিষ্টান ফ্রঁসে আভেক রাব্বানী র কর্মকর্তা হিসাবে কাজ করছেন ২০১৪ সাল থেকে ৷ কাজের ফাঁকে ফাঁকে নীরবে চালিয়ে গেছেন শিল্প চর্চা ৷ কবিতা লেখার পাশাপাশি তৈরি করেছেন শর্ট ফিল্ম… বিশেষ করে ২০১৬ সালে তার নির্মিত প্রথম শর্ট ফিল্ম « প্রবাসীদের জুতা পালিশ » ব্যাপক প্রশংসা কুড়ায়, প্রবাসীদের আত্ন ত্যাগের চিত্র তিনি নিপুন ভাবে ফুটিয়ে তুলেছেন শর্ট ফিল্মটিতে ৷ প্রথম শর্ট ফিল্ম এর সাফলের পর ২০১৭ সালে তৈরি করেন তার ২য় শর্ট ফিল্ম «  প্রবাসীদের বাবার চোখে জল « এই শর্ট ফিল্মটি ও ব্যাপক প্রশংসা কুড়ায় প্রবাসীদের মাঝে ৷ এরই ধারাবাহিকতায় নির্মান করেছেন তৃতীয় শর্ট ফিল্ম « বাতাসে লাশের গন্ধ « ভূ-মধ্য সাগরে আজ লাশের মিছিলে ভাসছে হাজারো বাঙ্গালীর স্বপ্ন ৷সেই আবেগ ঘন অবস্থা চিত্রায়িত করেছেন এই শর্ট ফিল্মটিতে।

Leave a Reply

More News from প্রবাস

More News

Developed by: TechLoge

x