জাতীয় সম্মেলনে যোগ দিতে দেশে যাচ্ছেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান ছায়াদ

একিউ চৌধুরী মুরাদ।। বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে আজ  ১৫ ডিসেম্বর বাংলাদেশে যাচ্ছেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক  লুৎফুর রহমান ছায়াদ ।

তিনি আজ  লন্ডনহিত্রো এয়ারপোর্ট  হয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে যাচ্ছেন। আওয়ামীলীগের এ  নেতা আগামী কাল ১৬ ডিসেম্বর  বাংলাদেশ সময়  সকাল ১০ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করবেন। সেখানে তাঁকে দলীয় নেতা কর্মী ও শুভাকাঙ্খীরা ফুলের তোড়া দিয়ে অভিননন্দন জানাবেন। পরে তিনি হজরত শাজালাল (রহঃ)  মাজার জিয়ারতে যাবেন।

দেশে অবস্থানকালীন সময়ে যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক  লুৎফুর রহমান ছায়াদ বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন যোগদান করবেন। পরে  তিনি নিজ এলাকা বিয়ানীবাজার উপজেলার  দলীয় নেতা কর্মীর  সাথে সৌজন্য সাক্ষাতসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক  ও সমাজকল্যাণমূলক কর্মকান্ডে অংশ গ্রহণও  করবেন।

 

Leave a Reply

More News from প্রবাস

More News

Developed by: TechLoge

x