স্মলহিথ পার্কের শহীদ বেদীতে কনজারভেটিব পার্টির পুষ্পস্তবক অর্পণ
জান্নাতুল চৌধুরী তামান্না, বার্মিংহাম প্রতিনিধি : মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা জানাতে বার্মিংহামের অস্থায়ী শহীদ মিনারে কনজারভেটিব পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
প্রবাসী বাংলাদেশী ও বিভিন্ন শ্রেণি -পেশার মানুষ সহ বিভিন্ন সংগঠনের পাশা-পাশি ব্রিটেনের বর্তমান ক্ষমতাশীল পার্টি কনজারভেটিব, মুল ধারার রাজনীতীবীদদের সাথে বাংলাদেশী বংশদ্ভুত কনজারভেটিব পার্টির নেতৃবৃন্দের সমন্বয়ে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন !
কনজারভেটিব পার্টির বর্তমান ওয়েস্টমিডল্যান্ড মেয়র আন্ড্রি স্ট্রিট সোশ্যাল মিডিয়ায় অস্থায়ী শহীদ মিনারে সামনে দাঁড়িয়ে ভিডিও বার্তায় স্মলহিথ পার্কের ১৯৭১ সালের স্মলহিথ পার্কের মুক্তিযোদ্ধের সু-সংগঠিত আন্দোলনের কথা উল্লেখ করে বলেন,আগামী বছর স্থায়ী শহীদ মিনারে সকলের সাথে পুষ্পস্থপক অর্পনের আশা ব্যক্ত করেন ! তিনি আমাদের মায়ের ভাষার অধিকার ও রাষ্ট্র প্রতিষ্টার সংগ্রামে বাঙালি জাতির বীরত্বের কথাও তুলে ধরেন।
একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে কনজারভেটিভ পার্টির স্মলহিথ পার্কে ভোর ১২টা ১ মিনিটে কনজারভেটিভ পার্টির ওয়েস্টমিডল্যান্ডস মেয়র অ্যান্ড্রিস্ট্রীট, কনজারভেটিভ বার্মিংহাম গ্রুপ লিডার রবার্ট এলডন, কাউন্সিলার এবং ওয়েষ্টমিডল্যান্ড কনজারভেটিভ ডেপুটি লিডার মিস্টার ইয়ান,হজ হিল কনস্টিটিউন্সি চেয়ারম্যান কবির উদ্দিন, কনজারভেটিভ ওয়ার্ড চেয়ারম্যান জাহিদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ড:মৌলা মিয়া, কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশ ওয়েষ্টমিডল্যান্ড-বার্মিংহাম চেয়ারম্যান জান্নাতুল চৌধুরী তামান্না ,কোপারেটিভ সোশ্যাল বিজনেস ওয়েমেন ও কনজারভেটিব দলের সদস্য মাসুমা চৌধুরী রুমি,ফাজলি বিবি, আসমা চৌধুরী ও আরো অনেকে।
More News from প্রবাস
-
যুক্তরাজ্যের বিশিষ্ঠ ব্যবসায়ী খালেদ চৌধুরীর ইন্তেকাল : ডেইলিইউকেবাংলা ডটকমের শোক
-
লন্ডনে সালমান শাহ জননী নীলা চৌধুরীর সংবাদ সম্মেলন: পিবিআই রিপোর্ট প্রত্যাখ্যান
-
কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে প্রয়াতদের স্মরন ও দোওয়া মাহ্ফিল
-
কনজারভেটিব ফ্রেন্ডস অফ বাংলাদেশ বার্মিংহাম-মিডল্যান্ডস উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন
-
মোকাব্বির খান এমপি’র সাথে জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকে’র মতবিনিময়
-
জাতীয় সম্মেলনে যোগ দিতে দেশে যাচ্ছেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান ছায়াদ
-
রসময় উচ্চ বিদ্যালয় সিলেট এর ৯০ বছর পূর্তি অনুষ্ঠান ২৪-২৫ জানুয়ারি