কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে প্রয়াতদের স্মরন ও দোওয়া মাহ্ফিল
আব্দুল কাদির চৌধূরী মুরাদ : সিলেটের কানাইঘাটের মানুষের শিক্ষা,স্বাস্থ্য ও মানবতার কল্যাণে গঠিত ঐতিহ্যবাহী সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ কে’র আয়োজনে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রয়াতদের স্মরন ও দোওয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের সেক্রেটারি আবুল মনসুর চৌধূরীর আম্মা ও সদস্য মোহাম্মদ মুসলিম উদ্দিনের আম্মা সহ সকল মরহুমদের মাগফেরাত কামনার উদ্দেশ্যে এ স্মৃতিচারণ ও দোওয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।এতে কানাইঘাটের সকল শ্রেণীর মানুষের উপস্থিতিতে দোয়া মাহ্ফিল প্রাণবন্ত হয়ে উঠে ।
মরনের পরেও যে জীবন আছে, এবং ইহ্কাল ও পরকাল নিয়ে খুবই সুন্দর এবং তাৎপর্য্য পূর্ণ বয়ান রাখেন আলিমে-দীন মুহদ্দীসিনে কেরাম, কানাইঘাটের কৃতিসন্তান, উমরগন্জ ইমদাদুল উলুম মাদ্রাসার মহ্তমীম, প্রিন্সিপাল হাফিজ মাওলানা আফতাবুর রাহমান এবং মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দিন আহমদ ।ট্রাস্ট এর সমাজ সেবা সম্পাদক আবুল ফজল চৌধূরীর কোরান তেলাওয়াতের মাধ্যমে মাহ্ফিল শুরু হয় । এতে উপস্থিত ছিলেন অভিভাবক কানাইঘাটের কৃতি সন্তান আব্দুল মতিন চৌধূরী, মাওলানা কামাল চৌধূরী, হাফিজ আব্দুস সামাদ, হাফিজ কাওসার, হাবিব ট্রাস্টের ট্রাস্টি আফসার চৌধূরী, কমিউনিটি ব্যক্তিত্ব শামীম আহমদ, মাওলানা রুহুল আমিন ও মহসিন আহমদ চৌধূরী । ট্রাস্টের উপদেষ্টা পরিষদের সদস্য আনিসুল হক, উপদেষ্টা কাওসার আহমেদ চৌধূরী, সহ্ সভাপতি ইউসুফ আহমদ (মেম্বার) সহ্ সভাপতি তাজুল ইসলাম, সহ্ সভাপতি শামীম আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ, সহ্ কোষাধ্যক্ষ আমিনুর রহমান রুবেল।
জীবিত ও মৃতদের জন্য দোওয়াও চ্যারিটি কাজের উপর কোরান ও সূন্নাহ এর আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র প্রধান উপদেষ্টা ভিপি খসরুজ্জামান (খসরু)। ট্রাস্টের সভাপতি ও শিক্ষাবিদ আব্দুল মালেক। সাংবাদিক, রাজনীতিবিদ আব্দুল কাদির চৌধূরী (মুরাদ)। বক্তাগণ সিরাতুল মুস্তাকিমের উপর পথ চলার এবং মানুষ- মানুষের জন্য এর উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন । কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত দোওয়া মাহ্ফিলের আলোচনার শেষে মহ্তমিম হাফিজ মাওলানা আফতাবুর রহমান সাহেব মোনাজাত পরিচালনা করেন।
More News from প্রবাস
-
যুক্তরাজ্যের বিশিষ্ঠ ব্যবসায়ী খালেদ চৌধুরীর ইন্তেকাল : ডেইলিইউকেবাংলা ডটকমের শোক
-
লন্ডনে সালমান শাহ জননী নীলা চৌধুরীর সংবাদ সম্মেলন: পিবিআই রিপোর্ট প্রত্যাখ্যান
-
কনজারভেটিব ফ্রেন্ডস অফ বাংলাদেশ বার্মিংহাম-মিডল্যান্ডস উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন
-
স্মলহিথ পার্কের শহীদ বেদীতে কনজারভেটিব পার্টির পুষ্পস্তবক অর্পণ
-
মোকাব্বির খান এমপি’র সাথে জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকে’র মতবিনিময়
-
জাতীয় সম্মেলনে যোগ দিতে দেশে যাচ্ছেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান ছায়াদ
-
রসময় উচ্চ বিদ্যালয় সিলেট এর ৯০ বছর পূর্তি অনুষ্ঠান ২৪-২৫ জানুয়ারি