সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত

ডেইলিইউকেবাংলা নিউজঃ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন বাংলাদেশি।স্থানীয় সময় বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনায় ঘটে।স্থানীয় একটি সূত্র জানায়, বুধবার সকাল ৭টার দিকে একটি মিনিবাসে করে ডিউটিতে যাচ্ছিলেন তারা।এ সময় বাসটির চাকা বিস্ফোরিত হয়ে পাশে ছিটকে পড়লে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বাসটি ধাক্কা খায়।এতে এ হতাহতের ঘটনা ঘটে।

ওই গাড়িতে যাত্রী ছিলেন মোট ১৭ জন।তারমধ্যে ১৬ জনই বাংলাদেশি। কেবল গাড়ির চালক ছিলেন পাকিস্তানি।জানা যায়, চলার পথে বাসটির চাকা বিস্ফোরিত হয়ে ছিটকে পড়ে। পরে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসটি ধাক্কা খায়।ঘটনাস্থলেই এ হতাহতের ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ও আহত ব্যক্তিদের নাম জানা যায়নি।এ ব্যাপারে জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম বলেন, আমরাও এ রকম একটি খবর পেয়েছি। হাসপাতালে লোক পাঠানো হয়েছে। খুব শিগগিরই বিস্তারিত জানাতে পারব।

Leave a Reply

More News from প্রবাস

More News

Developed by: TechLoge

x