বাহরাইনে ভবনধসে ৪ বাংলাদেশি নিহত
ডেইলিইউকেবাংলা নিউজঃ বাহরাইনের রাজধানী মানামায় মঙ্গলবার সন্ধ্যায় ভবনধসে চার বাংলাদেশি নিহত হয়েছেন।আহত হয়েছেন অন্তত ২৬ বাংলাদেশি তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সকালে এক টুইট বার্তায় জানায়,ধ্বংসস্তূপের নিচ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন।নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার পরানপুর গ্রামের আবদুল হান্নান,হাজীগঞ্জ উপজেলার জাকির,কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জয়নাল।নিহত অন্যজন আলো মিয়া।তার ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা আশরাফ আহমেদ জানিয়েছেন,আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।এছাড়া,আহত দুই ব্যক্তিকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।১৩ জন ভর্তি আছেন সাধারণ বিভাগে।অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মানামার আল মির্জা সড়কের পাশে নেস্ট সুপার মার্কেটের কাছে তিন তলা বিশিষ্ট ওই ভবন ধসে পড়ে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।জানা গেছে, দুর্ঘটনাকবলিত ওই ভবনটি বেশ পুরোনো। এতে অর্ধশত প্রবাসী বাংলাদেশি বাস করতেন।
দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার তৎপরতা চালায় বাহরাইনের আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকর্মীরা।প্রায় দুই ঘণ্টা উদ্ধার তৎপরতা শেষে হতাহতদের বাহরাইনের কেন্দ্রীয় হাসপাতাল সালমানিয়ায় পাঠানো হয়।দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান,শ্রম সচিব শেখ তাওহীদুল ইসলাম,জনকল্যাণ প্রতিনিধি তাজউদ্দিন,দূতাবাসের কর্মকর্তা আশরাফ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আল খলিফা দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের জন্য দুঃখ প্রকাশ করেন।তিনি আহত ব্যক্তিদের সুচিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন।
More News from প্রবাস
-
যুক্তরাজ্যের বিশিষ্ঠ ব্যবসায়ী খালেদ চৌধুরীর ইন্তেকাল : ডেইলিইউকেবাংলা ডটকমের শোক
-
লন্ডনে সালমান শাহ জননী নীলা চৌধুরীর সংবাদ সম্মেলন: পিবিআই রিপোর্ট প্রত্যাখ্যান
-
কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে প্রয়াতদের স্মরন ও দোওয়া মাহ্ফিল
-
কনজারভেটিব ফ্রেন্ডস অফ বাংলাদেশ বার্মিংহাম-মিডল্যান্ডস উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন
-
স্মলহিথ পার্কের শহীদ বেদীতে কনজারভেটিব পার্টির পুষ্পস্তবক অর্পণ