প্যারিসে ফ্সে আভেক রাব্বানীর কর্পোরেট অফিস উদ্বোধন
আহমেদ আব্দুল হাই প্যারিস থেকেঃ প্যারিসের ওভারভিলাতে ফরাসী ভাষার শিক্ষা প্রতিষ্ঠান ফ্সে আভেক রাব্বানীর কর্পোরেট অফিস উদ্বোধন করা হয়েছে । সম্পূর্ণ নতুন আঙ্গিকে নিজস্ব ভবনে উদ্বোধন অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
ফিতা কেটে প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্ভোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। এসময় বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক প্রফেসর ড. মাহমুদ শাহ কোরেশী, ইপিবিএ ফ্রান্স সভাপতি ফারুক খাঁন সহ কমিউনিটির বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উদ্বোধনকালে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বলেন, একজন নবাগত প্রবাসীর জন্য নিঃসন্দেহে আনন্দের বিষয় ফ্রান্স আসার পর বাংলা ভাষায় ফরাসি ভাষা শিখতে পারা, তিনি বলেন ফরাসি ভাষা শিক্ষা ছাড়া ফ্রান্সে সফলতা অনেক কঠিন। তিনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতাও কামনা করেন ।
উদ্ভোধন পূর্ব আলোচনায় প্রতিষ্ঠানের পরিচালক কৌশিক রাব্বানী ফ্রান্স প্রবাসীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, ফসে আভেক রাব্বানী প্রবাসীদের সমস্যা সমাধানে সর্বদা আন্তরিক। নবাগত প্রবাসীদের যেকোন সমস্যা সমাধানে এ প্রতিষ্ঠান অভিভাবকের ভূমিকা পালন করবে।
More News from প্রবাস
-
যুক্তরাজ্যের বিশিষ্ঠ ব্যবসায়ী খালেদ চৌধুরীর ইন্তেকাল : ডেইলিইউকেবাংলা ডটকমের শোক
-
লন্ডনে সালমান শাহ জননী নীলা চৌধুরীর সংবাদ সম্মেলন: পিবিআই রিপোর্ট প্রত্যাখ্যান
-
কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে প্রয়াতদের স্মরন ও দোওয়া মাহ্ফিল
-
কনজারভেটিব ফ্রেন্ডস অফ বাংলাদেশ বার্মিংহাম-মিডল্যান্ডস উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন
-
স্মলহিথ পার্কের শহীদ বেদীতে কনজারভেটিব পার্টির পুষ্পস্তবক অর্পণ