প্যারিসের মাঠে ইউরোবাংলা প্রিমিয়ার লীগ এর উদ্ভোধন

আহমদ আব্দুল হাই, প্যারিস থেকেঃ ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির মধ্যে বৃহৎ ক্রিকেট আসর ইউরো বাংলা প্রিমিয়ার লীগ প্যারিসের উপকণ্ঠ লাকরনভ মাঠে আনুষ্ঠানিকভাবে  উদ্ভোধন হলো ।

২৮ অক্টোবর রবিবার ১১ টি ক্রিকেট ক্লাবের খেলোয়াড় কর্মকর্তা ও ফ্রান্সের বাংলাদেশী ক্রিড়ামোদীদের উপস্থিতিতে প্রিমিয়ার লীগ এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন কাউন্সিলর শারমিন হক।

টুর্নামেন্টের উদ্ভোধনী দিনে ১০ টি ক্লাবের মধ্যে তুমুল প্রতিদ্বন্ধিতা ম্যাচে এসিসি ক্রিকেট ক্লাব, ক্রাক প্লাটুন ৭১, রাইজিং স্টার, তৃষ্ণা গ্রুপ , সার্সেল ক্রিকেট ক্লাব,বিজয়ী হয়ে দ্বিতীয় পর্বে উন্নীত হয়। পুরো টুর্নামেন্ট পরিচালনা করেন বিসিসিপি সভাপতি আজিজুল হক সুমন, ও দেলোয়ার হোসেন।এসময় মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন ফ্রান্স এর বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব নির্ঝর অধিকারী।

উদ্ভোধনকালে কাউন্সিলর শারমিন হক ইবিপিএল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইউরোবাংলা প্রিমিয়ার লিগ ফ্রান্সের ক্রিকেট অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ফ্রান্সের মূলধারার ক্রিকেট খেলায় সম্পৃক্ত করতে এ টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্ব বহন করবে।   খেলা উদ্ভোধনেই পর ফ্রান্সে বৈরী আবহাওয়ার কারণে টুর্নামেন্ট আগামী ১৫ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা হবে   জানিয়েছেন, ইউরোবাংলা ক্রীড়া বিভাগের প্রধান সাংবাদিক সামসুল ইসলাম।

Leave a Reply

More News from প্রবাস

More News

Developed by: TechLoge

x