নিউইয়র্কে ডাকাতদের গুলিতে বাংলাদেশি নিহত
ডেইলিইউকেবাংলা নিউজঃ নিউইয়র্কে এক মুদি দোকান থেকে টাকা লুট করার সময় বাধা দেয়ায় ডাকাতদের গুলিতে মোহাম্মদ রাসেল আহমেদ (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।বাংলাদেশি অধ্যুষিত এস্টোরিয়ার বনফুল সুপার মার্কেটের সামনে স্থানীয় সময় গত শনিবার এ ঘটনা ঘটে।বনফুল ও আশপাশের সিসি ক্যামেরার ভিডিও পর্যবেক্ষণ করে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে,তিন দুর্বৃত্ত পুলিশ পরিচয় দিয়ে ওই ডাকাতিতে অংশ নেয়।ডাকাতরা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাসেল তাদের পিছু ধাওয়া করেন।একপর্যায়ে এক ডাকাত পিস্তল থেকে গুলি ছুড়লে রাসেলের পায়ে লাগে।এর পর তিন ডাকাত একটি ভ্যানে চলে পালিয়ে যায়।পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। সিলেটের ছেলে রাসেল আগে থাকতেন কুইন্সের জ্যামাইকায়। সাত মাসে আগে তিনি সস্ত্রীক জ্যামাইকা থেকে এস্টোরিয়ায় চলে আসেন তার এক আত্মীয়ের দোকানে।
More News from প্রবাস
-
যুক্তরাজ্যের বিশিষ্ঠ ব্যবসায়ী খালেদ চৌধুরীর ইন্তেকাল : ডেইলিইউকেবাংলা ডটকমের শোক
-
লন্ডনে সালমান শাহ জননী নীলা চৌধুরীর সংবাদ সম্মেলন: পিবিআই রিপোর্ট প্রত্যাখ্যান
-
কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে প্রয়াতদের স্মরন ও দোওয়া মাহ্ফিল
-
কনজারভেটিব ফ্রেন্ডস অফ বাংলাদেশ বার্মিংহাম-মিডল্যান্ডস উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন
-
স্মলহিথ পার্কের শহীদ বেদীতে কনজারভেটিব পার্টির পুষ্পস্তবক অর্পণ