ফুটবলার ইসলামের মায়ের ইন্তেকাল, আজ ইস্টলন্ডন মসজিদে জানাজা

ডেইলিইউকেবাংলা।। পূর্ব-লন্ডনে বসবাসরত কৃতি ফুটবলার সরজুল ইসলাম এর মাতা রসনা খাতুন আর নেই, ইন্নালিল্লাহি…………রাজিউন । বৃহস্পতিবার তিনি রয়েল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেন। মরহুমার নামাজে জানাজা আজ শুক্রবার ইস্ট-লন্ডন মসজিদে বাদ জুম্মা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমা রসনা খাতুনকে গার্ডেন অব পিসে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুম রসনা খাতুন হলেন,ফুটবলার সরজুল ইসলাম,মুজিবুল ইসলাম,নাজমুল ইসলামের মাতা ও বিয়ানী বাজার প্রগতি এডুকেশন ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি মোঃআলা উদ্দিনের ফুফু। মরহুম রসনা খাতুনের দেশের বাড়ি বড়লেখা উপজেলার চান্দগ্রাম।
এদিকে পহেজগার,পরোপকারী রসনা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে, শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন, বিয়ানী বাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি হাবিবুর রহমান ময়না, সেক্রেটারি শামীম আহমদ হেলাল, ট্রেজারার ময়নুল হক, সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, রাজনীতিবিদ আফসার খান সাদেক, মিসবাহ আহমদ, ইসলাম উদ্দিন, রায়হান উদ্দিন দুলাল ও আরো অনেকে।

Leave a Reply

More News from প্রবাস

More News

Developed by: TechLoge

x