অকালেই হারিয়ে যেতে হবে বাংলাদেশের বিস্ময়কর পেসার মুস্তাফিজকে ?
স্পোর্টস ডেস্ক : তবে কি অকালেই হারিয়ে যেতে হবে বাংলাদেশের বিস্ময়কর পেসার মুস্তাফিজকে ? খুব বড় একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে এটা। যে অমিত সম্ভাবনা নিয়ে উদয় ঘটেছে, সেই সম্ভাবনা কী তবে অকালেই ঝরে যাচ্ছে?
শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসের মত অকালেই হারিয়ে যেতে হবে বাংলাদেশের বিস্ময়কর পেসার মোস্তাফিজুর রহমানকে? গত ম্যাচেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছেন মোস্তাফিজ। তার আগে রাজশাহীর কোচ সারওযার ইমরান বলেছিলেন, ‘খুব ভালোভাবেই ফিরবে মোস্তাফিজ। ’
প্রথম ম্যাচে ৩.১ ওভার বল করে ৩২ রান দিলেও ২টি উইকেট নিতে পেরেছিলেন কাটার মাস্টার। সে ধারাবাহিকতায় খুলনার বিপক্ষে আজও একাদশে সুযোগ পেলেন মোস্তাফিজ; কিন্তু আজ ঠিক মোস্তাফিজকে চেনা যায়নি। ৪ ওভার পুরো বল করলেন। রান দিলেন ৪৮টি। ১২ করে ইকনোমি রেট। উইকেটের খাতা পুরো শূন্য। এমন মোস্তাফিজকে তো কেউ দেখতে চায় না।
তবে রাজশাহী কিংসের ইনিংসে মোস্তাফিজের চেয়েও বেশি রান দিয়েছেন আরেকজন। জেমস ফ্রাঙ্কলিন ৪ ওভার বল করে দিয়েছেন ৫০ রান। যদিও উইকেট নিয়েছেন তিনি ৩টি। ৪৬ রান দিয়েছেন কেসরিক উইলিয়ামস। ৪২ রান দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।