বাংলাদেশকে এত বেশি পছন্দ করেন তারা!
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটারদের বাংলাদেশ প্রীতি নতুন কিছু নয়। বরাবরেই বাংলাদেশকে প্রশংসায় ভাসান পাকিস্তানি ক্রিকেটারেরা। বিপিএলের ঢাকা পর্ব চলাকালীন রাজধানীর লালবাগ কেল্লায় গিয়েছিলেন ঢাকা ডাইনামাইটসের শহীদ আফ্রিদি।
সেখানে তিনি বাংলাদেশ নিয়ে বলেন, আমি সবসময় বাংলাদেশ উপভোগ করি। এটা আমার সেকেন্ড হোম। খুলনা টাইটান্সের পাকিস্তানি পেসার জুনায়েদ খানের মুখেও শোনা গেল বাংলাদেশের প্রশংসা। বাংলাদেশের খাবারের প্রশংসা করে এই পাকিস্তানি পেসার বলেন, বাংলাদেশের খাবার খেয়ে আমি সত্যিই অনেক মজা পাই। আর তিনি একাঈ বেড়িয়ে খাওয়া দাওয়া করেন।
আর এতে খুলনা টাইটান্সের এক কর্মকর্তাকে তার নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, বাংলাদেশে এসে তারা কখনোই নিরাপত্তা চায় না বরং একা ঘুরেই মজা পায়। অন্যদিকে সদ্যই সিলেট সিক্সার্সে যোগ দেয়া সোহেল তানভীর বলেন, বাংলাদেশ একটি দারুণ দেশ।
এদেশের মানুষেরা ক্রিকেট পাগল। এখানে এসে খেলতে পেরে আমরা সত্যিই মজা পাই। বিশেষ করে বিপিএলে খেলতে পেরে। বাংলাদেশকে এত বেশি পছন্দ করেন তারা সবাই ? আসলে তারা যে সত্যিই বাংলাদেশ অনেক পছন্দ করে সেটা বলার আর অপেক্ষা রাখেনা।