গোলাম মোস্তফার প্রতি প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গাইবান্ধা-১ আসনের প্রয়াত সাংসদ গোলাম মোস্তফা আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।প্রধানমন্ত্রী এ সময় তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে এবং তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। এরপর প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি হিসেবে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।প্রধানমন্ত্রী এ সময় প্রয়াত গোলাম মোস্তফা আহমেদের সহধর্মিণী, ছেলেসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।উল্লেখ্য, গত ১৮ নভেম্বর গোলাম মোস্তফা আহমেদ এক সড়ক দুর্ঘটনায় আহত হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)