‘এক লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে হস্তান্তর করা হবে আজ’

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে বরফ গলতে শুরু করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, মিয়ানমারে ফেরত পাঠাতে প্রথম ধাপে এক লাখ রোহিঙ্গার তালিকা আজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।শুক্রবার দুপুরে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, সব ধরনের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকার পরও বাঙালি মানবতাবাদী। এ কারণে নিজ দেশের জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি আমরা।প্রত্যাবাসন শেষ না হওয়া পর্যন্ত আশ্রিত রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা দেবে সরকার বলেও জানান কাদের।আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচন কারো জন্য অপেক্ষা করে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।এ সময় তার সঙ্গে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি, আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x