সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রীর শপথ

নিউজ ডেস্কঃ বাড়ছে মন্ত্রিসভার আকার। আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রিপরিষদের নবনিযুক্ত সদস্যদের শপথবাক্য পাঠ করানো হবে।
দুপুরে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইংয়ের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।এর আগে গতকাল সোমবার জানা যায়, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, লক্ষ্মীপুরের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, রাজবাড়ীর সংসদ সদস্য কাজী কেরামত আলী এবং তথ্যপ্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার বঙ্গভবনে যাওয়ার ডাক পেয়েছেন।মন্ত্রিপরিষদ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা  জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকেই এই চারজনকে মঙ্গলবার বঙ্গভবনে যাওয়ার কথা বলা হয়েছে।সে অনুযায়ী মন্ত্রিপরিষদের নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন এই চারজন। তাঁদের মধ্যে নারায়ণ চন্দ্র চন্দকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। তবে বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে কেউ বক্তব্য দেননি।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x