প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা বিসিবির

স্পোর্টস ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ওয়ানডের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।রোববার দুপুর ৩টায় মিরপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।দীর্ঘদিন পর দলে ফিরেছেন ব্যাটসম্যান এনামুল হক বিজয়। বিজয় সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ বিশ্বকাপে। দলে জায়গা হয়নি সৌম্য সরকার ও তাসকিন আহমেদের।শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৫ জানুয়ারি। প্রথম দিনে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। দিবারাত্রির সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ দল :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, এনামুল হক বিজয়, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, আবুল হাসান রাজু, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও সানজামুল ইসলাম।

Leave a Reply

Developed by: TechLoge

x