বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর সাথে টাওয়ার হ্যামলেটের স্পিকার সাবিনা আক্তারের সাক্ষাৎ

ডেইলিইউকেবাংলা।। লন্ডন টাওয়ার হ্যামলেটস্ বারার স্পিকার কাউন্সিলর সাবিনা আক্তার ১১ জানুয়ারী বৃহস্পতিবার বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে পৃথক পৃথক দুটি সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এর আগে ১০ জানুয়ারী বুধবার জাতীয় সংসদের স্পিকার শিরিন সুলতানার সাথেও সাক্ষাৎ করেন।

১১ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬ টায় জাতীয় সংসদ ভবনের প্রধান মন্ত্রীর অফিসে পূর্ব নির্ধারিত এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্টিত হয়।   এছাড়া একই দিন রাত ৮ টায় বঙ্গ ভবনে অ্যাডভোকেট আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ।  সাক্ষাৎকালে স্পিকার সাবিনা আক্তার বিলেতের রাজনীতি ও তার অভিজ্ঞতা বর্ণনা করে দু দেশের মধ্যে আরো সু সম্পর্ক স্থাপনের উপর গুরুত্বারূপ করেন।  প্রধান মন্ত্রী ও রাষ্ট্রপতি সল্প সময়ে ব্রিটিশ রাজনীতিতে যোগ্যতার সাক্ষর রেখে কাউন্সিলের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করায় সাবিনা আক্তারের ভূয়সী প্রশংসা করেন।  বিশেষ করে একজন বাঙালি মহিলা হিসেবে রাজনীতিতে সরব থাকায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন এবং তার ভবিষ্যত সফল্তা কামনা করেন।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x