ঢাকা ত্যাগ করলেন মাওলানা সাদ

নিউজ ডেস্কঃ দিল্লির নিজামুদ্দিন মারকাজের জিম্মাদার মাওলনা মোহাম্মদ সাদ কান্ধলভি ঢাকা ত্যাগ করেছেন। আজ শনিবার বেলা পৌনে ১২টায় জেড এয়ারওয়েজের একটি বিমানে তিনি দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হন। ১৯৯৬ সালে থেকে বিশ্ব এজতেমায় নিয়মিত বয়ান ও আখেরি মোনাজাত পরিচালনা করলেও এবছর কওমী আলেম ও তাবলীগ জামাতের একাংশের বিরোধীতায় তিনি এজতেমায় অংশ নিতে পারেন নি। হজরত মূসা (রা.) ও ওমর (রা.)’র উদ্ধৃতি দিয়ে করা মাওলানা সাদের বক্তব্য নিয়ে বির্তকের সৃষ্টি হয়। পরে ওই বক্তব্যের জন্য ক্ষমা চান তিনি। মাওলানা সাদের ঢাকা ত্যাগের বিষয়ে জানতে চাইলে রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, মাওলানা মোহাম্মদ সাদকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে আমরা বিমানবন্দরে পৌঁছে দিয়েছি।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x