জুনিয়র টাইগারদের দুর্দান্ত জয়
স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। নামিবিয়াকে একরকম উড়িড়ে দিয়ে ৮৭ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল।
আজ শনিবার নিউজিল্যান্ডের ওভালে অনুষ্ঠিত এই ম্যাচটি বৃষ্টির বাধায় পড়েছিল। তাই ম্যাচটি ২০ ওভারে হয়েছে। ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৯০ রান করে বাংলাদেশ। এর জবাবে নামিবিয়ার ইনিংস থেমে যায় মাত্র ১০৩ রানে। তাই বিশাল ব্যবধানে জয় তুলে নেয় সাইফ হাসানরা। শুরুতেই ওপেনার পিনাক ঘোষের উইকেট হারালেও বড় সংগ্রহ গড়তে মোটেও বেগ পেতে হয়নি বাংলাদেশকে। অধিনায়ক সাইফ হাসান ও উদ্বোধনীতে খেলতে নামা মোহাম্মদ নাইমের ব্যাট হাতের দৃঢ়তায় এই বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ।বাঁহাতি ওপেনার নাইম ৪৩ বলে ৬০ রান করেন। তাঁর ইনিংসটি আটটি চার ও একটি ছক্কায় সাজানো। অধিনায়ক সাইফ আরো ঝড়ো ইনিংস খেলেন, ৪৮ বলে ৮৪ রান করেন। পাঁচটি ছক্কা ও তিনটি চারে এই ইনিংসটি খেলেন তিনি।পেসার হাসান মাহমুদ ও কাজী অনিক দুটি করে উইকেট নিয়ে প্রতিপক্ষের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ান।যুব বিশ্বকাপের দিনের আরেক ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে চমক দেখিয়েছে আফগানিস্তান। আর পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে।