শামীম ও আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নিউজ ডেস্কঃ ফুটপাথে হকার বসানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে এমপি শামীম ওসমান ও সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান শহরের ফুটপাতে হকারদের বসার নির্দেশ দেয়ার পর হকারদের ঠেকাতে মঙ্গলবার বিকেলে আইভী নগর ভবন থেকে শত শত নেতাকর্মী নিয়ে শহরের চাষাঢ়ায় যান। সেখানে পৌঁছার পর মেয়র আইভী ও এমপি শামীম ওসমান সমর্থকদের মধ্যে সংর্ঘষ বেঁধে যায়। প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ পরে তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয় বলে জানা যায়।বন্দরের আলম মিয়া জানান, তিনি ঢাকা থেকে বাড়ি ফেরার সময় চাষাড়া পৌঁছলে পুলিশের ধাওয়া ও হকারদের ইটপাটকেল নিক্ষেপে তিনি আহত হয়। এ ঘটনায় শহরময় ছড়িয়ে পড়ে আতঙ্ক। বর্তমানে শহর উত্তপ্ত।এদিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মেয়র অাইভী অভিযোগ করে বলেন , আমি মৃত্যুকে ভয় করি না। আমি শান্তিপূর্ণভাবে হেঁটে আসছিলাম। চাষাঢ়ার রাইফেলস ক্লাবে বসে শামীম ওসমান আমার ওপর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। নির্দেশ পেয়ে তার সমর্থকরা নিরস্ত্র লোকের ওপর সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় ডিসি ও এসপির প্রত্যাহার দাবি করেছেন তিনি।এ ব্যপারে পুলিশ সুপার মঈনুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর যা করা দরকার পুলিশ তা করেছে। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে তিনি তাৎক্ষণিক টিয়ার সেল ও গুলির হিসাব জানাতে পারেননি। শামীম ওসমান জানান, তার নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত নয়।
More News from বাংলাদেশ
-
খুলনায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার,আসামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানব বন্ধন
-
গোলাপগঞ্জে আব্দুল মতিন ও ছায়া খাতুন ট্রাস্টের পক্ষে পিপিই প্রদান (ভিডিও সহ)