শ্রীলঙ্কার বিপক্ষে ১২ রানে জয় জিম্বাবুয়ের
স্পোর্টস ডেস্কঃ কুশল পেরেরা ও অ্যাঞ্জেলো ম্যাথিউজের ভালো ব্যাটিংয়ের পরে জিম্বাবুয়ের কাছে হেরে গেল হাতুরুসিংহের শ্রীলংকা। শুরু থেকেই জিম্বাবুইয়ান বোলারদের ভালোভাবে সামলাচ্ছিলেন তারা। কিন্তু পেরার আউট হওয়ার পর আর কোনো আশা ছিল না।জিম্বাবুয়ের কাছে ১২ রানে হেরে যায় শ্রীলংকা। তারা সব উইকেট হারিয়ে ২৭৮ রান করতে সক্ষম হয়।ঢাকার মিরপুরে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার জিম্বাবুয়ের ছুড়ে দেয়া ২৯১ রানের বড় লক্ষ্যে ব্যাট শুরু করেছিল শ্রীলঙ্কা।