মুন সিনেমা হলের মালিককে ৯৯ কোটি টাকা দিতে নির্দেশ

নিউজ ডেস্কঃ পুরান ঢাকার যে মুন সিনেমা হলের মালিকানা নিয়ে মামলায় সংবিধানে পঞ্চম সংশোধনী বাতিলের রায় এসেছিলো সেই হলটির জমি ও সেখানে গড়া স্থাপনার মূল্য বাবদ হল মালিককে ৯৯ কোটি ২০ লাখ টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে তিন কিস্তিতে এ টাকা পরিশোধ করতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী মুন সিনেমা হলের মালিককে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে তিন কিস্তিতে মোট ৯৯ কোটি ২০ লাখ টাকা পরিশোধ করতে হবে। পুরান ঢাকার ওয়াইজঘাটে মুন সিনেমা হলের মালিক ছিলো ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এটিকে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয় যা পরে শিল্প মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে ন্যস্ত করে। যদিও ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের মালিক মাকসুদুল আলম এর মালিকানা দাবি করেছিলেন।

পরে ১৯৭৭ সালে সেনাশাসক জিয়াউর রহমানের সামরিক ফরমানে বলা হয় সরকার কোন সম্পত্তিকে পরিত্যক্ত ঘোষণা করলে তা আদালতে চ্যালেঞ্জ করা যাবেনা। এর প্রেক্ষাপটে ২০০০ সালে এসে ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড হাইকোর্টে একটি রিট করে পঞ্চম সংশোধনীকে চ্যালেঞ্জ করে এবং এর ধারাবাহিকতায় ২০০৫ সালের অগাস্টে হাইকোর্ট ১৯৭৫ এর পনেরই অগাস্টের পর খন্দকার মোশতাক আহমেদ, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ও মেজর জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণকে অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করে।

এ রায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক ঝড় তোলে। তবে সুপ্রিম কোর্টও পরে ২০১০ সালে এ রায় বহাল রাখে ও মুন সিনেমা হল ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডকে ফেরত দেয়ার নির্দেশ দেয়। কিন্তু তারপরেও মালিকানা ফেরত না পেয়ে আবারো আদালতের শরণাপন্ন হয় ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের মালিক পক্ষ। তখন অ্যাটর্নি জেনারেলের তরফ থেকে আদালতে জানানো হয় যে মুন সিনেমা হল আগের অবস্থায় ফেরত দেয়ার উপায় নেই, তাই জমি ও কাঠামোর মূল্য ধরে মালিক ক্ষতিপূরণ পেতে পারে।

এ প্রেক্ষাপটে আদালত নিরপেক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলীকে দিয়ে মূল্য নির্ধারণের নির্দেশ দিলে সেটি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে দিয়ে করানো হয় বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। মিস্টার হক জানান তার প্রতিবেদন পরে আদালতে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। এর পর আজ সেটি বিবেচনায় নিয়ে সিনেমা হল মালিকের আবেদন নিষ্পত্তি করলো আদালত।

Leave a Reply

More News from বাংলাদেশ

More News

Developed by: TechLoge

x